ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে মাদক বিক্রেতাকে রগ কেটে হত্যা

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৬

রূপগঞ্জে মাদক বিক্রেতাকে রগ কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ মাচ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের মাদক ব্যবসায়ীরা খোরশেদ আলম (৪৫) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা। নিহত খোরশেদ আলম চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ওমেদ আলীর ছেলে। এ ঘটনায় মামুন মিয়া (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মামুন মিয়া ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, খোরশেদ আলম একজন মাদক ব্যবসায়ী। গত ৬ মাস আগেও মাদক ব্যবসার অভিযোগে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল তাকে। খোরশেদ মাঝে মাঝে র‌্যাবের সোর্স হিসেবেও কাজ করত। বেশ কয়েক দিন ধরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনের সঙ্গে খোরশেদ আলমের মাদক ব্যবসার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাত সাড়ে ১০টার দিকে খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার ভোর ৩টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের চড়ে নিয়ে তাকে হাত-পা বেঁধে রেখে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এছাড়া হাত-পায়ের রগ কেটে ফেলা হয়। উপড়ে ফেলা হয় দুটি চোখও। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহাবুদ্দিনসহ তার লোকজনই এ হত্যাকা-ের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে নিহত খোরশেদ আলমের পিতা ওমেদ আলী বলেন, গত মাসে জামাল গ্রুপ ও সাহাবুদ্দিন গ্রুপের লোকজনকে ফেনসিডিলসহ র‌্যাবের কাছে ধরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাল ও সাহাবুদ্দিনসহ তাদের লোকজন খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এর আগে গত ১৩ মার্চ ভোরে একই এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে মনির হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে।
×