ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে সাইবার সিকিউরিটি সংগঠনের যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ মার্চ ২০১৬

চীনে সাইবার সিকিউরিটি সংগঠনের যাত্রা শুরু

চীনে প্রথমবারের মতো যাত্রা শুরু করল সাইবার সিকিউরিটি পাবলিক সংগঠন। এর মূল লক্ষ্য দেশটির জাতীয় সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এবং ইন্টারনেট সেবাদানকারী কোম্পানিগুলোকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দিকনির্দেশনা দেয়া। সোমবার জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সাইবার সিকিউরিটি এ্যাসোসিয়েশন অব চায়না নামে গত শুক্রবার সংগঠনটি যাত্রা শুরু করে। গ্লোবার টাইমস জানিয়েছে, এই সংগঠনটি এ্যাকাডেমিক ইনস্টিটিউট, ব্যক্তি ও ইন্টারনেট কোম্পানি যেমন টেনসেন্ট এবং জনপ্রিয় ইন্টারনেট সিকিউরিটি কোম্পানি কিহু ৩৬০ নিয়ে গঠিত। সংগঠনটি শিল্প কারখানার আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে ও মান নিয়ন্ত্রণে সহায়তা করবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি স্ট্যাডিজ এবং আন্তর্জাতিক কো-অপারেশন ত্বরান্বিত করতে সচেষ্ট থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার বেলজিয়ামে হামলার পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পর বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। গেল সপ্তাহের মঙ্গলবার থেকে কমছে স্বর্ণের দাম। বুধবার প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২১৫ ডলার দরে। এরপর বৃহস্পতিবার কিছুটা বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২২১ ডলার ৬০ সেন্ট দরে। মঙ্গলবারের আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ২৪৫ ডলার। ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত এবং ডলার শক্তিশালী হওয়ার ইতিবাচক প্রভাব স্বর্ণের দামে পড়বে বলে প্রত্যাশা বাজার বিশ্লেষকদের। -অর্থনৈতিক রিপোর্টার
×