ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তনু হত্যাকান্ডের রহস্য উদঘাতি হবে : মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৩:০৬, ২৮ মার্চ ২০১৬

তনু হত্যাকান্ডের রহস্য উদঘাতি হবে : মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশ কখনও জঙ্গীদেশ হবে না। কারণ বাঙালিরা জঙ্গীবাদে বিশ্বাসী নয়। তারা পাকিস্থান আফগানস্থান হতে চায় না। বাঙালিরা ধর্মভীরু, কিন্তু সন্ত্রাস অপছন্দ করে। তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নানা স্মৃতি চারণ করে বলেন, দেশে এখনও নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীকে হত্যায় ১৯ বার অপচেষ্টা চালিয়েছে। কিছুতেই যখন পারছে না তখন, বিদেশী নাগরিকদের হত্যা করে আইএস নামে চালিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির অপচেষ্টা চালায়। কিন্তু তদন্ত করে দেখা গেলো কন্ট্রাকে এসব হত্যা করেছে দেশে ‘আইএস’ অস্তিতের অপ্রচার চালাতে। সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় তনু হত্যাকান্ডের বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং গোয়েন্দারাও কাজ করছে। তদন্ত কমিটিও হয়েছে। অন্যসব হত্যাকান্ডের মত তনু হত্যাকান্ডেরও রহস্য উদঘাতি হবে। আলামত নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। ক্যান্টনম্যান্ট এলাকায় সংঘটিত এই ঘটনায় তদন্ত বিঘিœত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুরক্ষিত এলাকা সেখানে কিভাবে কিভাবে এমন ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের আগে বলা যাচ্ছে না। আর্কাইভ-১৯৭১, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন ফাউন্ডেশন যৌথভাবে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ এবং আশপাশে বঙ্গবন্ধুর ১৮০টি দুলর্ভ ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, এফবিসিসিআই সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম ও পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্কাইভ-১৯৭১’র নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু।
×