ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:০৪, ২৮ মার্চ ২০১৬

শ্রীনগরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে আ’লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন আওয়ামী লীগ প্রার্থী। সোমবার বিকালে শ্রীনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী নেছারউল্লাহ সুজন লিখিত বক্তব্যে উপস্থাপন করেন। তিনি জানান, ওই ইউনিয়নের বিএনপি প্রার্থী কামরুজ্জামন পলাশ তার বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছে। গত রবিবার বিকালে কামরুজ্জামান পলাশ মুন্সীগঞ্জের একটি রেস্তরায় সংবাদ সম্মেলনে সম্পূর্ণ মিথ্যা বক্তব্য উপস্থাপন করেছে বলে দাবী করেন। জানাব পলাশ জানিয়েছিলেন, আমার লোকজন তাকে প্রাণ নাশের হুমকি এবং প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে। যা আদৌ সত্য নয়। এই উক্তি করে জনাব সুজন বলেন, রবং কামরুজ্জামান পলাশ বহিরাগত সন্ত্রাসীদের এনে এলাকায় মহড়া দিয়ে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। সংবাদ সম্মেলনে সুষ্ঠ নির্বাচনের জন্য নেছারউল্লাহ সুজন সাংবাদিকদের সত্য তথ্য উপস্থাপনের অনুরোধ করে করে বলেন, সুষ্ঠু নির্বাচনে আমি হেরে গেলেও ফলাফল মেনে নিব। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মোঃ রহিম, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপী নাথ দাস, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা হেলাল খন্দকার, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম টারজান প্রমুখ। আগামী ৩১ মার্চ এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
×