ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আট মাসে কৃষিঋণ বিতরণ ৬৯ শতাংশ

প্রকাশিত: ০১:১০, ২৮ মার্চ ২০১৬

আট মাসে কৃষিঋণ বিতরণ ৬৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিখাতে ঋণ বিতরণ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৬৯ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে। পাশাপাশি এ সময়ে যে পরিমাণ কৃষিঋণ বিতরণ হয়েছে তা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। তবে এ সময়ে সরকারি খাতের ব্যাংকের চেয়ে বেসরকারি ও বিদেশী খাতের ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণে এগিয়ে রয়েছে। যদিও এ সময় পর্যন্ত বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংক আল ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ন্যাশনাল ব্যাংক অব পকিস্তান কোনো ঋণ বিতরণ করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি অর্থবছরের জন্য কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। প্রতিবেদন দেখা গেছে, জুলাই-ফেব্রয়ারি পর্যন্ত এই আট মাসে ব্যাংকগুলো ১১ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ কৃষি ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ৬৯ দশমিক ৩৭ শতাংশ। গেল ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম আট মাসে এ খাতে ৯ হাজার ৯১৪ কোটি ১০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণ বেড়েছে ১৪ দশমিক ৭৫ শতাংশ।
×