ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে আদিবাসীদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২২:২১, ২৮ মার্চ ২০১৬

পার্বতীপুরে আদিবাসীদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ পার্বতীপুরসহ সারাদেশের আদিবাসীদের হত্যা, ধর্ষন, ভূমি দখল সহ নানাবিধ নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে জাতীয় আদিবাসী পরিষদ পার্বতীপুর শাখার ব্যানারে আজ সোমবার দুপুর ১২ টায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করে এলাকার কয়েকশত আদিবাসী নারী পূরুষ । বক্তব্য দেন রমেশ হাঁসদা, বিমল মুর্মু, বাসন্তিমূর্মু, হোপনা মুর্মু প্রমূখ আদিবাসী নের্তৃবর্গ। বক্তারা বলেন দেশের ও আন্তজার্তিক মানবাধিকার সংস্থাসমূহ ধারাবাহিক বিবৃতি দিয়ে আসলেও সমতলের আদিবাসীদের উপর অত্যাচার , নির্যাতন ও তাদের ভূমি ও ঘরবাড়ী থেকে উচ্ছেদের মত জুলুম চলছেই । প্রশাসনিকভাবে এসবের প্রতিকার নেই । এভাবে চলতে পারে না। তারা আরও বলেন আদিবাসী বান্ধব ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার এখন ক্ষমতায় । আদিবাসীদের জন্য ভূমি কমিশন এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি । যা আজও বাস্তবায়ন হয়নি । এই সমাবেশ থেকে তারা ভূমি কমিশন বাস্তবায়নের দাবী জানিয়েছেন।
×