ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোপ টেস্টে ধরা রাশিয়ার ২৭ এ্যাথলেট

প্রকাশিত: ০৬:১০, ২৮ মার্চ ২০১৬

ডোপ টেস্টে ধরা রাশিয়ার ২৭  এ্যাথলেট

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শুরুতেই বিস্ফোরক খবর দেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। জানুয়ারিতে নিষিদ্ধ করা মেলডোনিয়াম গ্রহণ করার কারণে ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। এরপর থেকেই টেনিস থেকে নিষিদ্ধ হন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। তবে রাশিয়ার এ্যাথলেটদের জন্য মেলডোনিয়াম গ্রহণ করাটা খুব স্বাভাবিক ছিল বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। যার ধারাবাহিকতায় শুক্রবার নতুন তথ্য দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো। এক সাক্ষাতকারে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী জানান, গত জানুয়ারিতে নিষিদ্ধ হওয়া মেলডোনিয়াম গ্রহণ করার কারণে এবার ২৭ জন এ্যাথলেট ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েছেন। তবে এই সংখ্যাটা পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে ভিটালি মুটকো বলেন, ‘মেলডোনিয়াম গ্রহণের কারণে ২৭ জন ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। বিশ্বব্যাপী এ রকম ১২৭টা বিষয় রয়েছে। তবে সংখ্যাটা আরও পরিবর্তন হতে পারে।’ দ্য ওয়ার্ল্ড এ্যান্টি ডোপিং এ্যাজেন্সির (ডব্লিউএডিএ) হিসাব অনুযায়ী বর্তমান বিশ্বে মেলডোনিয়াম সংক্রান্ত বিষয়ে ১২৩টি মামলা রয়েছে। তবে রাশিয়াতে যারা মেলডোনিয়ামে পজিটিভ হয়েছেন তাদের সবার জন্য এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। শুধু তাই নয়, আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। আর সেই অলিম্পিকে এবার বড় হুমকি হলো রাশিয়ার এ্যাথলেটরা। কারণ এই ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে তারা ব্রাজিল অলিম্পিকে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত-অনুরাগী রয়েছে তার। কিন্তু চলতি মাসের শুরুতে হঠাৎ করেই বিস্ফোরক খবর দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে রক্তক্ষরণ ধরিয়ে দেন তিনি। যার শাস্তি হিসেবে বর্তমানে সব ধরনের টেনিস খেলা থেকে নিষিদ্ধ রয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা শারাপোভা।
×