ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথে আলোচনা সভা

প্রকাশিত: ০৬:০৪, ২৮ মার্চ ২০১৬

নর্থ সাউথে আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, কোন মেজরের বাঁশির ফুঁতে স্বাধীনতা আসেনি, বঙ্গবন্ধুর ডাকে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের উৎপাদন প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াট এবং ২০২০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুত পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম হানিফ উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির বলেন, যুদ্ধ মানুষ হত্যা করে, মানবতা ধ্বংস করে আর হত্যা করে ইতিহাস, যদি আমরা তা চর্চা না করি। সম্মানিত অতিথি কামাল লোহানী বলেন, ইতিহাস কথা বলে, ইতিহাসের স্রোত ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টার অপমৃত্যু হয়েছে। -বিজ্ঞপ্তি
×