ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিজের সিম নিবন্ধন করলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ২৮ মার্চ ২০১৬

নিজের সিম নিবন্ধন করলেন  প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। রবিবার বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের সিম নিবন্ধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রবিবার প্রতিমন্ত্রী রাজধানীর ফার্মগেটে একটি মোবাইল অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের সিমটি নিবন্ধন করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ৩০ এপ্রিলের মধ্যে আমরা সিম নিবন্ধনের কাজ শেষ করতে চাই। আশা করি সব সিম এই সময়ের মধ্যে নিবন্ধিত হয়ে যাবে। আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন না করলে ভবিষ্যতে কোন সিম চালু থাকবে না। অনেক সিমের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ মিলছে না। ওই সব সিমের বেলায় কী করণীয় তা জানিয়ে দেয়া হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা ভুল আছে, তারা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য করা আবেদনের নিবন্ধন নম্বর দিয়েও সিম নিবন্ধন করতে পারবেন।
×