ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ কর্নার চালু মহান স্বাধীনতা দিবসে ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে আলোচনা সভা

প্রকাশিত: ০৬:০২, ২৮ মার্চ ২০১৬

মুক্তিযুদ্ধ কর্নার চালু মহান স্বাধীনতা  দিবসে ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘর ২৬ মার্চ শনিবার দুপুর হতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস আফতাব নগরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। এর মধ্যে ছিল আলোচনা সভা, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী, ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, আবৃত্তি এবং দেশের গান। আলোচনা সভায় অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী- বীরবিক্রম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মুক্তিযোদ্ধা শামসুল আলম রিজভী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারওয়ার আলী ও তারিক আলী এবং শহীদ সন্তান- রোকাইয়া হাসিনা নীলি ও আসিফ মুনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য বৃন্দ। এ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারেরও উদ্বোধন করা হয়। Ñবিজ্ঞপ্তি
×