ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাকিলা ফারজানার জামিন ৩ মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ মার্চ ২০১৬

শাকিলা ফারজানার জামিন ৩ মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভার এলাকায় ১৫ দিনের মধ্যে পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে জঙ্গী সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগের মামলায় আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার হাইকোর্টের দেয়া জামিন ৩ মাসের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। মৌচাক-মগবাজার ফ্লাইওভার এলাকায় ১৫ দিনের মধ্যে পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়। গত ১৬ মার্চ ফ্লাইওয়ার থেকে রড পড়ে নিহত ইমানের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার পুলিশ কমিশনার, প্রকল্প ব্যবস্থাপক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলামোটর থেকে মগবাজার মোড়ের দিকের যাওয়ার পথে ইমান নিহত হওয়ার কিছুদিন আগে সুপ্রীমকোর্টের এক আইনজীবীর গাড়িতে পাথর পড়ে পেছনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্ঘটনার বিষয় তুলে ধরে ফ্লাইওভার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে গত ১৯ মার্চ রিট আবেদন করেন আইনজীবী অমিত দাসগুপ্ত, যা রবিবার শুনানির জন্য ওঠে। আদালতে রিট আবেদনকারী অমিত দাসগুপ্ত নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও মুনতাসীর মাহমুদ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সৈকত বসু।
×