ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১২, ২৮ মার্চ ২০১৬

রাজশাহী-ঢাকা বিরতিহীন  ট্রেন দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী থেকে ঢাকাগামী আরও একজোড়া বিরতিহীন নতুন ট্রেনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রেলপথমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। একইসঙ্গে নতুন ট্রেনটি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের নামে নামকরণেরও দাবি জানানো হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে মহানগর যুবলীগের ব্যানারে রাজশাহী রেল ভবনে বিক্ষোভ সমাবেশ করা হয়। বক্তারা রাজশাহীবাসীর চাহিদার বিষয় বিবেচনা করে দ্রুত রাজশাহী-ঢাকা নতুন ট্রেন সংযুক্তের দাবি জানান। পরে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজারের মাধ্যমে রেলপথমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। বিক্ষোভ সমাবেশ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অর্ণা জামান, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
×