ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেতন-ভাতা বৃদ্ধির দাবি

চট্টগ্রামে সাউদার্ন মেডিক্যালে কর্মবিরতি শুরু

প্রকাশিত: ০৪:১১, ২৮ মার্চ ২০১৬

চট্টগ্রামে সাউদার্ন মেডিক্যালে  কর্মবিরতি শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেতন ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রামের সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। এর আগে দু’দিনের কর্মবিরতিতে কোন সুরাহা না হওয়ায় লাগাতার কর্মসূচীতে যেতে হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এতে করে হাসপাতালের আউটডোর ও ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল এবং ইউএসটিসিসহ অন্য যে বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলো রয়েছে সেগুলোর তুলনায় সাউদার্ন মেডিক্যালের চিকিৎসক ও কর্মচারীদের বেতন ভাতা ও সুযোগ-সুবিধা অনেক কম। প্রায় দু’বছর ধরে চিকিৎসকদের পক্ষ থেকে এ ব্যাপারে অনেক আবেদন নিবেদন হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এমতাবস্থায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। প্রসঙ্গত, সাউদার্ন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গাইনি, মেডিসিন, সার্জারি, ইএনটি, চক্ষু, প্যাথলজি ও ফরেনসিক মেডিসিনসহ ডজনখানেক বিভাগ রয়েছে। এ ছাড়া রয়েছে আউটডোর সেবাও। চিকিৎসকদের কর্মবিরতি শুরু হওয়ায় সবক্ষেত্রেই সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
×