ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১৪ সালে হ্যাকড হয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক

প্রকাশিত: ০৪:০২, ২৮ মার্চ ২০১৬

২০১৪ সালে হ্যাকড হয়েছিল ফেডারেল রিজার্ভ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমান ১০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক দায়িত্ব এড়াতে তাদের সিস্টেম হ্যাক হওয়ার কথা অস্বীকার করলেও ইতিহাস বলছে তারা অতীতেও জালিয়াতি বা হ্যাকিংয়ের শিকার হয়েছে। জালিয়াতির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক দাবি করেছে, আজ পর্যন্ত তাদের ব্যাংকে এ ধরনের কোন ঘটনার প্রমাণ নেই এবং এ ধরনের ঘটনার সাথে তারা আপোসও করে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ফেডারেল ব্যাংকে এর আগেও এমন জালিয়াতি বা হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। এমনকি ব্যাংকের গোপন নথি বাইরে পাচার করা হয়েছে এবং সেই অভিযোগে দুজনকে জেল খাটার পাশাপাশি জরিমানাও গুনতে হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ফেডারেল ব্যাংকের মুখপাত্র আন্দ্রেয়ার কথার সাথে অবশ্য ইতিহাসের অমিল রয়েছে। ফেডারেল ব্যাংকে এর আগেও হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একজন ব্রিটিশ নাগরিক ব্যাংকের সার্ভার ভেঙ্গে সেখানে ব্যক্তিগত তথ্য পোস্টিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। ফেডারেল ব্যাংকের গোপন নথি চুরির দায়ে ২০১৫ সালের ৫ নবেম্বর আমেরিকার মাল্টিন্যাশনাল বিনিয়োগ কোম্পানি ও ব্যাংক ফার্ম গোল্ডম্যান স্যাসের সাবেক এক কর্মকর্তা দোষী সাব্যস্ত হন।
×