ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্প মূলধনী কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধি

প্রকাশিত: ০৩:৫৯, ২৮ মার্চ ২০১৬

স্বল্প মূলধনী কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুুঁজিবাজারে দরপতনের দিনে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটেছে। গত কিছুদিন ধরে ভাল-মন্দ সব ধরনের কোম্পানির দর কমার কারণে টানা পতন ঘটেছে পুঁজিবাজারে। আর এটিরই সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর চতুর বিনিয়োগকারী। কারসাজির মাধ্যমে তারা মুনাফা তুলে নিচ্ছেন। রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই বেশ কয়েকটি কোম্পানিকে টার্গেট করে লেনদেন করে। এর মধ্যে ড্রাগন সোয়েটার নামের নতুন একটি কোম্পানিও রয়েছে। এছাড়া রয়েছে ইবনে সিনা, প্রিমিয়ার লিজিং, ঝিল বাংলা সুগার, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্টস ও জেমিনি সী ফুড। সবকটি কোম্পানিরই লেনদেন শেষ হয়েছে বিক্রেতাশূন্য অবস্থায়। অর্থাৎ প্রতিটি কোম্পানিরই বিক্রির ঘরে কোন আদেশ দেয়া ছিল না। বাজারে লেনদেন কমলেও এ ধরনের কোম্পানির চাহিদা আরও বাড়বে- এমন আশাবাদেই এক ধরনের কৌশলী বিনিয়োগকারী শেয়ার কেনা-বেচা করছেন। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, অনেক সময় এক শ্রেণীর বিনিয়োগকারী দ্রত মুনাফা তুলতে স্বল্প মূলধনী কোম্পানিকে টার্গেট করে থাকেন। দ্রুততম সময়ে অনেকে মুনাফা করলেও সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় লোভ সামলাতে না পেরে এই সময় কোম্পানিতে বিনিয়োগ করে পরে লোকসানে গেছেন। তাই তারা দীর্ঘমেয়াদে ভাল মৌলের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দেন। তাদের মতে, স্বল্প মূলধনী কোম্পানিগুলোর এভাবে দরবৃদ্ধি কোনভাবেই বাজারে স্থিতিশীলতার জন্য কাম্য নয়।
×