ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র

প্রকাশিত: ০৩:৪৪, ২৮ মার্চ ২০১৬

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১মপত্র

১৬. কোন যতিচিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই? ক) কমা খ) উদ্ধরণ চিহ্ন গ) ইলেক ঘ) কোলন ১৭. অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে? ক) সবচাইতে খ) অপেক্ষা গ) চাইতে ঘ) অনেক ১৮. নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়? ক) নিরর্থক হয় খ) সুনির্দিষ্ট হয় গ) সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে ঘ) অনির্দিষ্ট হয় ১৯.‘নিখাদ’ অর্থে কাঁচা’ শব্দের ব্যবহার কোনটি? ক) কাঁচা কথা খ) কাঁচা ইট গ) কাঁচা বয়স ঘ) কাঁচা সোনা ২০. ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।’ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? ক) অপাদানে ২য়া খ) কর্মে ২য়া গ) কর্মে ৭মী ঘ) অপাদানে ৭মী ২১.কোনটি ধর্ম সংক্রান্ত ফারসি শব্দ? ক) কুরআন খ) ঈদ গ) নালিশ ঘ) রোযা ২২. প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? ক) কালের খ) ভাবের গ) পুরুষের ঘ) উক্তির ২৩.‘দুর্লভ বস্তু’ অর্থে বাগধারার ব্যবহার কোনটি ক) আকাশ কুসুম খ) অমাবস্যার চাঁদ গ) অরণ্যে রোদন ঘ) একাদশে বৃহস্পতি ২৪. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে? ক) বাচ্যার্থ খ) বাহুল্য গ) মৌলিক অর্থ ঘ) লক্ষ্যার্থ উত্তরমালা : ১.গ ২.ক ৩.ঘ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.গ ৯.গ ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.ঘ ২২.ক ২৩.খ ২৪.ঘ
×