ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলজার-অমিত কুমারের

যুগলবন্দীতে মুগ্ধ শ্রোতাগুলজার-অমিত কুমারের যুগলবন্দীতে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৩:৩২, ২৮ মার্চ ২০১৬

যুগলবন্দীতে মুগ্ধ শ্রোতাগুলজার-অমিত কুমারের  যুগলবন্দীতে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের বিখ্যাত কবি, চলচ্চিত্র পরিচালক ও অস্কার বিজয়ী গীতিকার গুলজার ও সঙ্গীতশিল্পী অমিত কুমার গভীর রাত অবধি শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখলেন। শুক্রবার রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই কিংবদন্তি আবৃত্তিশিল্পী হিন্দি ও উর্দু ভাষার কবিতা আবৃত্তি করেন। এ সময় তিনি বাংলায় কয়েকটি কবিতার পঙ্ক্তি উচ্চারণ করেন। কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে তিনি বাংলা কবিতা এবং বাংলা সাহিত্য নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। অনুষ্ঠানে কিশোর কুমারের কালজয়ী কিছু গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তাঁর ছেলে সঙ্গীতশিল্পী অমিত কুমার। শুক্রবার রিয়েল এস্টেট কোম্পানি লেইজার বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেইজার কালমেঘ ভিলা এ্যান্ড কান্ট্রি ক্লাবের পাঁচটি বিলাসবহুল পুলভিলার মালিকানা হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আলমগীর, লেইজার বাংলাদেশের চেয়ারম্যান ওমর সাদাত, ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত সিরাজ প্রমুখ। উপমহাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুলজারের পুরো নাম সাম্পুরন সিং কালরা। একাধারে কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক। এসব পরিচয়েই তিনি সফল এই কিংবদন্তি ব্যক্তিত্ব। অস্কার, পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি, ন্যাশনাল এ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার, দাদা সাহেব ফালকে- সব পুরস্কারে ভূষিত গুলজার। কবিতা পড়ার পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন গুলজার। জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথাও। অনুষ্ঠানে গুণী এ ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। গুলজারকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে সম্মাননা তুলে দেন তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলজার ও অমিত হাজির হয়েছিলেন দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার বাসায়। সেখানে তাঁরা মেতে উঠেছিলেন আড্ডা আর গল্পে। সেখানে রুনা লায়লা, গুলজার, অমিত কুমারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেনÑ রুনার স্বামী অভিনেতা আলমগীর, আলমগীরের মেয়ে আঁখি আলমগীর ও ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক সেলিম আরিফ। আড্ডা শেষে রুনাকে নিজের লেখা বই উপহার দিয়েছেন গুলজার। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত রুনা লায়লা। তিনি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, গুলজার সাহেব ও অমিত কুমারজীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।
×