ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে গণতন্ত্র সমুন্নত রাখতে সেনাপ্রধানের অঙ্গীকার

প্রকাশিত: ০৩:৩১, ২৮ মার্চ ২০১৬

মিয়ানমারে গণতন্ত্র সমুন্নত রাখতে সেনাপ্রধানের অঙ্গীকার

মিয়ানমারের ক্ষমতাধর সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাইং দেশকে ‘গণতন্ত্রের পথে’ রাখার অঙ্গীকার করেছেন। গত কয়েক দশকের সেনা শাসনের পর অডিং সান সুচির বেসামরিক সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিন আগে তিনি এ অঙ্গীকার করলেন। খবর এএফপির। রবিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বার্ষিক সামরিক শক্তি প্রদর্শন অনুষ্ঠানে মিন অং হলাইং বলেন, ‘গণতন্ত্রায়নের পথে দুটি প্রধান অন্তরায় হলো আইনের শাসন মেনে না চলা ও সশস্ত্র বিদ্রোহের উপস্থিতি। তিনি বলেন, এই দুটি প্রতিবন্ধকতা সঠিকভাবে মোকাবেলা করতে পারলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। ২০১১ সাল থেকে মিয়ানমারে উল্লেখযোগ্য রাজনৈতিক সংস্কার শুরু হয় এবং জান্তা সরকারের অধীনেই বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থা থেকে উত্তরণ ঘটতে থাকে।
×