ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাসী হামলার চক্রান্ত আমিরাতে ১১ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৩০, ২৮ মার্চ ২০১৬

সন্ত্রাসী হামলার চক্রান্ত আমিরাতে ১১ জনের যাবজ্জীবন

সংযুক্ত আরব আমিরাতে একটি শীর্ষ আদালত জিহাদীদের সঙ্গে সংম্পৃক্ততা ও দেশটিতে ‘সন্ত্রাসী’ হামলার ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রবিবার ১১ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপির। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, আবুধাবির কেন্দ্রীয় সুপ্রীমকোর্ট অপর দুই ব্যক্তিকে ১৫ বছর করে, অপর ১৩ জনকে ১০ বছর করে এবং ছয় জনকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে। সাত জনকে খালাস দেয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারকে উৎখাত করে একটি ইসলামিক স্টেট (আইএস) ধরনের খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
×