ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনে গৃহযুদ্ধের বর্ষপূর্তিতে লাখো মানুষের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:২৭, ২৮ মার্চ ২০১৬

ইয়েমেনে গৃহযুদ্ধের বর্ষপূর্তিতে লাখো মানুষের বিক্ষোভ

সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রথম বর্ষপূর্তিতে শনিবার ইয়েমেনের রাজধানী সানায় লাখো মানুষ জোট বাহিনীর বিমান হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। খবর ওয়েবসাইটের। ২০১১ সালে গণবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়ার পর থেকে সানায় এত বড় বিক্ষোভ আর হয়নি। বিক্ষোভে হুতিদের মিত্র সালেহ উপস্থিত ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার প্রকাশ্যে এলেন সালেহ। যুদ্ধবিরতিকে সামনে রেখে এবং জাতিসংঘের মধ্যস্থতায় আগামী মাসে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনার আগে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হলো। সমাবেশে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রতি শান্তির বার্তার নিদর্শন জলপাই শাখা তুলে ধরেন সালেহ। ইয়েমেনের পতাকা নাড়িয়ে জোট বাহিনীর বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভরত বিশাল জনতার উদ্দেশে সালেহ বলেন, সৌদি সরকারের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হয়ে আমরা শান্তির হাত বাড়িয়ে দিয়েছি। কামেল আল খোদানি নামের এক বিক্ষোভকারী বলেন, আজ আমরা বের হয়ে এসেছি বিশ্বকে এটা বলতে যে পুরো এক বছর অবরোধ, ক্ষুধা এবং বিমান হামলা এবং দুর্ভোগ সত্ত্বেও আমরা ইয়েমেনি জনতা একতাবদ্ধ আছি। পরে যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে হুতি সমর্থকরাও আলাদা একটি প্রতিবাদ সমাবেশ করে। এতে হুতি নেতা ইব্রাহিম এল উবাইদি বলেন, আজ বিভিন্ন সম্প্রদায়ের সব ইয়েমেনি রাজনৈতিক আনুগত্য পেছনে রেখে বিশ্বকে এটা দেখাতে ঘর থেকে বের হয়ে এসেছে যে ইয়েমেনি জনতাকে কখনই নড়ানো বা পরাজিত করা যাবে না।
×