ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খিলগাঁও ফ্লাইওভার থেকে নিচে পড়ে মটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০০:৩১, ২৭ মার্চ ২০১৬

খিলগাঁও ফ্লাইওভার থেকে নিচে পড়ে মটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল চালক আবু বক্কর সিদ্দিক জয় (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় দুই আরোহীর গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, জয়ের বন্ধু জোবায়ের শুভ (১৮) ও রেজাউল আহমেদ নজরুল (১৯)। নিহতের জয়ের ভাই আজিজুল ইসলাম স্বাধীন জানান, জয় এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। শনিবার বিকেলে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। বাসায় ফেরার পথে রাতে তারা এ দুর্ঘটনার স্বীকার হয়। সবুজবাগ থানার এসআই নয়ন কুমার জানান, শনিবার রাত ৯টার দিকে বাসাবো এলাকার ফ্লাইওভার দিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনই নিচে ছিটকে পড়েন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মুগদা জেনালের হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
×