ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানান কর্মসূচি পালন

প্রকাশিত: ২২:০৫, ২৭ মার্চ ২০১৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানান কর্মসূচি পালন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ মানবতার কল্যাণে থিয়েটার এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব নাট্য দিবস উদ্যাপন উপলক্ষে রবিবার ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি, নাট্যকর্মীদের আড্ডা, আলোচনাসভা ও নাট্যানুষ্ঠান করেছে সম্মিলিত নাট্য পরিষদ। এ উপলক্ষে দুপুরে স্থানীয় নাট্য কর্মীরা সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে । র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে নাট্যকর্মীদের আড্ডা, দিবসের তাৎপর্য নিয়ে আলোচনাসভা ও নাট্যানুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে। এ কমসূচীতে নাট্যকর্মী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ছাড়াও নাট্যামোদি অসংখ্য দর্শক শুভাকাঙ্খিগন অংশ নেয়।
×