ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন

প্রকাশিত: ২০:০০, ২৭ মার্চ ২০১৬

 নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারের লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। সূচক নিম্নমুখী থাকার পাশাপাশি কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর। বাজার বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১১৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৮৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। একইভাবে বাজার তালিকাভুক্ত ১৪২ টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৬৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে এখন পর্যন্ত মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৯২ হাজার শেয়ার। শেয়ারগুলো বেচা কেনা হয়েছে ৩৪ হাজার ৪৯১ বার হাত বদলের মধ্যে দিয়ে। অন্যদিকে সকাল থেকে এখনো লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে ড্রাগন সোয়েটার, এমারেল্ড অয়েল, জিএইচএআইএল, কেয়া কসমেটিকস, লংকা বাংলা ফাইনান্স, কাসেম ড্রাইসেল, জিপিএইচ আমান ফিড, বিএসসিসিএল, অরিয়ন ফার্মা, অলটেক্স ও আরএসআরএম স্টিল।
×