ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলার বাপ্তা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ভাংচুর আহত-অর্ধশত

প্রকাশিত: ১৯:১৯, ২৭ মার্চ ২০১৬

ভোলার বাপ্তা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ভাংচুর আহত-অর্ধশত

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে প্রথম ধাপের ইউপি নির্বাচন শেষ হলেও ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো: মনিরুল ইসলাম ও মেম্বার প্রার্থী ইলিয়াস গ্রুপের মধ্যে সংর্ঘষ হামলা ২০ বাড়ি ঘরে ভাংচুর লুটসহ সহিংস ঘটনার জের ধরে উত্তেজনা থামেনি। গত ৫ দিনে হামলা ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত অর্ধশত নারী পুরুষ আহত হয়েছে। এদের মধ্যে গুরুতরদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে পাল্টা পাল্টি মামলা। এতে করে সাধারন মানুষ মামলার ভয়ে বর্তমানে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ভোলা থানার ওসি খায়রুল কবির জানান, ৫ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা ও আজাহার কালু বাদী হয়ে উভয় পক্ষ থেকে ২টি মামলা করা হয়েছে। তবে রবিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্বভ হয়নি।
×