ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালত অবমাননা ॥ দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা

প্রকাশিত: ১৯:০৭, ২৭ মার্চ ২০১৬

আদালত অবমাননা  ॥ দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিল রায় নিয়ে মন্তব্যের জন্য সরকারের দুই মন্ত্রীকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সাত দিনের মধ্যে এই অর্থ ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে দিতে হবে। জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে দুই মন্ত্রীকে। নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা দুই মন্ত্রীর আবেদন নামঞ্জুর করে সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন তারা। আজ রবিবার সকালে শুনানি শেষে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ ।
×