ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে ৪২০ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

প্রকাশিত: ০৭:৪৫, ২৭ মার্চ ২০১৬

রূপগঞ্জে ৪২০ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৪২০ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকার মুড়াপাড়া পাইলট হাই স্কুল মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল আমিন দুলাল, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলার ৪২০ জন জীবিত ও মৃত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া উপজেলার ৬টি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ২১ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে আর্থিক সম্মাননা দেয়া হয়।
×