ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যানেল ২৬-এর যাত্রা শুরু

প্রকাশিত: ০৭:২৪, ২৭ মার্চ ২০১৬

চ্যানেল ২৬-এর যাত্রা শুরু

সংস্কৃতি ডেস্ক ॥ ‘তারুণের ডিজিটাল বাংলাদেশ’ শ্লোগানে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ২৬শে মার্চের চেতনায় বাঙালি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য সারাবিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে শনিবার থেকে যাত্রা শুরু করেছে চ্যানেল ২৬। এটি বাংলাদেশের প্রথম মুঠো টিভি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল ২৬-এর ব্যবস্থাপনা পরিচালক মুমতাহিন জিয়ন। তিনি জানান চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেয়ার জন্য কাজ করবে চ্যানেল ২৬। তিনি আরো জানান, প্রযুক্তি নির্ভর চ্যানেলটি শীঘ্রই স্যাটেলাইটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতিকে তুলে ধরবে।
×