ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলকে রুখে দিল উরুগুয়ে

প্রকাশিত: ০৬:২৭, ২৭ মার্চ ২০১৬

ব্রাজিলকে রুখে দিল উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ড্র করেছে ব্রাজিল-উরুগুয়ে। শনিবার বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হওয়া নিজেদের মাঠেও জিততে পারেনি সেলেসাওরা। উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কার্লোস দুঙ্গার দলকে। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ফিরেই নিজেকে মেলে ধরলেন সুয়ারেজ। তার পা থেকেই যে এদিন সমতাসূচক গোল পায় উরুগুয়ে। নিজেদের আগের ম্যাচেই ব্রাজিল ৩-০ গোলে উড়িয়ে দেয় শক্তিশালী পেরুকে। আর একই ব্যবধানে চিলিকে পরাজিত করে উরুগুয়ে। যে কারণে দুইদলই বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে এদিন। আর ব্রাজিলের অতিরিক্ত প্রেরণা ছিল স্বাগতিক সর্মথকরা। যার সৌজন্যেই ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় কার্লোস দুঙ্গার দল। উইলিয়ানের সহায়তায় গোল করেন ডগলাস কস্তা। ম্যাচ শুরুর ৪১ সেকেন্ডের এই গোলেই এগিয়ে যায় সেলেসাওরা। তার ৮ মিনিট পর আরেকটি দুর্দান্ত আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান কস্তা। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ছিল লুইস সুয়ারেজের প্রত্যাবর্তনের ম্যাচ। ৯ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ফেরেন তিনি। দুই বছর আগে ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনিকে কামড় দিয়ে কঠোর শাস্তির আওতায় পড়েন উরুগুইয়ান এই তারকা ফুটবলার। শুধু তাই নয়, ম্যাচে খেলতে নিষেধাজ্ঞার পাশাপাশি চার মাসের জন্য সব ধরনের ফুটবলীয় কর্মকা- থেকেও বার্সিলোনার এই তারকা ফুটবলারকে নিষিদ্ধ করেছিল ফিফা। সুয়ারেজের প্রত্যাবর্তনে ম্যাচের ১২ মিনিটে তাকে প্রথম জ্বলে উঠতে দেখা যায়। তবে গোলবারের পাশ দিয়ে জোরালো শট নিলে তা থেকে গোল পায়নি উরুগুয়ে। তবে ম্যাচের ২৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক ব্রাজিল। আর এবার গোলের নায়ক রেনাতো অগাস্টো। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ উচ্ছ্বাসে মাতে গোটা স্টেডিয়াম। কিন্তু তখনও তো মূল রোমাঞ্চটা বাকি! স্বাগতিকদের বিপক্ষে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে অস্কার তাবারেজের শিষ্যরা। ব্যবধান কমাতে অবশ্য খুব বেশি সময়ও নেয়নি উরুগুয়ের। প্রথমার্ধের ৩১ মিনিটেই এডিনসন কাভানির গোলে ম্যাচে ফেরে সফরকারী উরুগুয়ে। প্যারিস সেইন্ট জার্মেইর উরুগুইয়ান স্ট্রাইকার কাভানির গোলে যেন আবারও আত্মবিশ্বাস বেড়ে যায় সফরকারীদের। তবে প্রথমার্ধে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক ব্রাজিল। বিরতির পরই যেন জ্বলে ওঠে উরুগুয়ে। ম্যাচের ৪৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন সুয়ারেজ। তার গোলেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সমতায় ফিরে উরুগুয়ে। সেইসঙ্গে প্রমাণ করলেন প্রকৃতপক্ষেই তিনি যে দলের জন্য খুব প্রয়োজন। এরপর দুদলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু ম্যাচের বাকিটা সময় আর কোন দলই গোলের দেখা পায়নি। এর ফলে ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল-উরুগুয়ে। উরুগুয়ের বিপক্ষে কার্লোস দুঙ্গার ফরমেশন ছিল ৪-১-৪-১। যেখানে শুরুর একাদশে ছিলেন এ্যাালিসন, দানি আলভেজ, মিরান্ডা, ডেভিড লুইজ, ফিলিপ লুইস, লুইস গুস্তাভো, উইলিয়ান, ফার্নান্দিনহো, অগাস্টো, ডগলাস কস্তা এবং নেইমার। অপরদিকে ৪-৩-৩ ফরমেশনে উরুগুয়ের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন মুসলেরা, ফুসিলি, ভিক্টোরিনো, কোয়াতেস, পেরেইরা, সানচেজ, আরেভালো, ভেসিনো, এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগুয়েজ।
×