ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৬:১২, ২৭ মার্চ ২০১৬

সাধারণ বিজ্ঞান

১. মৌমাছি হুল ফুটালে আমরা কি লোশন ব্যবহার করি? ক) ক্যালামিন খ) পেনিসিলিন গ) পেভিশন ঘ) সবকটি ২. ক্যারোটিন সমৃদ্ধ খাবার হলো- র. লাল শাক রর. পুদিনা পাতা ররর. ছানা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়? ক) নিউমোনিয়া খ) রাত কানা গ) ম্যারাসমাস ঘ) রক্তশূন্যতা ৪. অঙ্গ সংস্থানের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে কী বলে? ক) সমসংস্থ অঙ্গ খ) সমবৃত্তি অঙ্গ গ) তুলনামূলক অঙ্গসংস্থান ঘ) আপেক্ষিক অঙ্গসংস্থান ৫. মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ক) দুই খ) এক গ) তিন ঘ) চার ৬. ঢ়ঐ নির্ণয় ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়- র. আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায় রর. রং তৈরি ও ব্যবহারে ররর. ধাতব পদার্থের ইলেকট্রোপ্লোটিং এ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. স্ত্রীলোকের ক্রোমোজোম হলোÑ ২অ + ঢণ দ্বারা প্রকাশ করা হয়। শুক্রাণুর গঠন কোনটি? ক) অণ খ) ণণ গ) অঅ ঘ) অঢ ৮. কঠিন বর্জ্য কত দিনের মধ্যে পচতে শুরু করে? ক) ১-২ খ) ২-৩ গ) ৩-৪ ঘ) ৪-৫ ৯. সাধারণ তাপমাত্রায় চর্বি কীরূপ অবস্থায় থাকে? ক) বাষ্পীয় খ) কঠিন গ) তরল ঘ) প্লাজমা ১০. মাটিতে বিদ্যমান যৌগসমূহ কী ধরনের? ক) জৈব খ)অজৈব গ) রাসায়নিক ঘ) কৃত্রিম ১১. রেশম কোন জাতীয় প্রোটিন দিয়ে তৈরি? ক) অ্যালনিন খ) পি-৪৯ গ) ফাইব্রেয়ন ঘ) টিটিন ১২. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে? ক) ইতালিতে খ) ইংল্যান্ডে গ) আমেরিকায় ঘ) অস্ট্রেলিয়ায় ১৩. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে- র. পালমোনারি শিরা রর. এ্যাটেরিওল ররর. সাবক্লোভিয়ান শিরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪. পলিথিন কেন প্লাস্টিক? ক) সহজে ছাঁচযোগ্য একটি পলিমার খ) বিদ্যুৎ ও তাপ পরিবাহী গ) গলিত অবস্থায় একে যে কোন আকার দেয়া যায় না ঘ) বেদ্যুতিক সার্কিটে ব্যবহৃত হয় ১৫. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুযুক্ত হয়? ক) পরিস্রাবণ খ) ক্লোরিনেশন গ) পরিস্রাবণ ঘ) পাতন ১৬. ঢ়ঐ মানের উপর ভিত্তি করে মাটি কত রকমের হতে পারে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৭. কোন তন্তুকে তাপ ও ধোয়ার ফলে রঙের তেমন কোন ক্ষতি হয় না? ক) সুতি খ) পলিস্টার গ) নাইলন ঘ) টেফলন ১৮. গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ক) সমতল দর্পণ খ) অবতল দর্পণ গ) উত্তল দর্পণ ঘ) সমতল বা বতল দর্পণ ১৯. কোনটি চর্বি জমা রোধ ও সুস্থ ত্বক বজায় রাখে? ক) ভিটামিন ‘অ’ খ) ভিটামিন ‘ই’ গ) ভিটামিন ‘ঈ’ঘ) ভিটামিন ‘ঊ’ ২০. কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে- ক) পালমোনারি খ) পালমোনারি ধমনি গ) অ্যাওর্টা ঘ) বাম ভেন্ট্রিকল ২১. বোলতা ও বিচ্ছুর হুলে কি থাকে? ক) হিস্টামিন খ) মেলিটিন গ) অ্যাপামিন ঘ) ক্যালামিন ২২. কোন প্লাস্টিকে তাপ দিলে নরম হয়ে যায়? ক) পলিথিন খ) পলিস্টার কাপড় গ) পিভিসি পাইপ ঘ) সবকটি ২৩. অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয়? ক) বিষম দৃষ্টি খ) দীর্ঘ দৃষ্টি গ) হ্রস্ব দৃষ্টি ঘ) বার্ধক্য দৃষ্টি ২৪. জীবাশ্মা হলো ভূ-গর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের- র. প্রস্তরীভূত দেহ রর. দেহছাপ ররর. প্রস্তরীভূত অঙ্গ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. কোনটি এসিডিটির কারণ? ক) ভালো ঘুম খ) নিয়মিত খাবার গ) দুশ্চিন্তা ঘ) কোনটিই নয় ২৬. মাখন, সয়া দুধ, বাদাম দুধ এগুলো কি ধরনের পদার্থ? ক) ক্ষারীয় ধর্মী খ) অম্লধর্মী গ) নিরপেক্ষ ঘ) লবণ ২৭. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়? ক) মানসিক খ) চিন্তাশীল গ) অভ্যাসগত ঘ) দৈহিক ২৮. অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভবস্থায়- র. রক্তক্ষরণ রর. শরীরে পানি আসা ররর. খুব বেশি ব্যথা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. সিসার প্রভাবে নিচের কোনটি হতে পারে? ক) ত্বকের ক্যান্সার খ) বিকলাঙ্গ হওয়া গ) রক্তশূন্যতা ঘ) কলেরা ৩০. উচ্চ তেজস্ক্রিয় ফলে- র. রেডন উৎপন্ন হয় রর. গাছপালা মরে যায় ররর. মানুষের রোগ সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. রেয়ন সম্পর্কে সঠিক তথ্য হলো- র. ভিসকোস, কিউপ্রামোনিয়াম ও অ্যাসিটেট এই তিন প্রকারের হয় রর. লঘু এসিডের সাথে বিক্রিয়া করে না ররর. উদ্ভিজ্জ সেলুলোজ ও প্রাণিজ পদার্থ থেকে উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩২. আমরা শীতের হাত রক্ষা পাওয়ার জন্য কোন পোশাক ব্যবহার করি? ক) রেশমের খ) পশমের গ) তুলার ঘ) রেয়নের ৩৩. হৃৎপিন্ডের ওপরের প্রকোষ্ঠ দুটিকে কী বলে? ক) অ্যাট্রিয়াম খ) ভেন্ট্রিকল গ) এন্ডোথেলিয়াম ঘ) নিলয় ৩৪. নিচের কোনটিতে গ্লুকোজ উপস্থিত? ক) আম খ) মিসরী গ) আঙ্গৃর ঘ) কলা ৩৫. রক্তের উপাদানগুলো হলো- র. রক্তরস রর. সিরাম ররর. রক্ত কণিকা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. প্রাণীদেহের গঠনে অপরিহার্য উপাদান হলো- ক) প্রোটিন খ) শর্করা গ) স্নেহ ঘ) খাদ্যপ্রাণ ৩৭. বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি? ক) রড খ) ভিট্রিয়াল হিউমার গ) কোন ঘ) অ্যাকুয়াস হিউমার ৩৮. অ্যাসকরবিক এসিড- র. শরীরে ক্ষত পুনর্গঠনে কাজ করে রর. দাঁত ও মাড়ি শক্ত রাখে ররর. ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. একমাত্র প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়- র. ভিটামিন ‘অ’ রর. ভিটামিন ‘উ’ ররর. ভিটামিন ‘ক’ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) রর ও ররর ৪০. প্রধানত কিসের মাধ্যমে ঐওঠ সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়? ক) যৌন ক্রিয়ার খ) রক্তের গ) ফলের ঘ) শাক-সবজির ৪১. বিলাসবহুল বস্ত্র তৈরিতে কোন তন্তু ব্যবহৃত হয়? ক) পশম খ) রেশম গ) সুতি ঘ) নাইলন ৪২. মাটির এসিডিটি প্রশমিত করেও উর্বরতা ফিরিয়ে আনে- র. চুন রর. সø্যাক লাইম ররর. চুনাপাথর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. নাইলন প্রস্তুতিতে নিচের কোনটি বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়? ক) এডিপিক এসিড খ) প্রপানোয়িক এসিড গ) ইথানোয়িক এসিড ঘ) অক্সালিক এসিড ৪৪. নিচের কোন ক্ষেত্রে সূর্যের আলো পৌঁছায় না? ক) ঘোলা পানি খ) মিঠা পানি গ) পরিষ্কার পানি ঘ) লবণাক্ত পানি ৪৫. ফিলোসোফিক জুওলজিক বইটি কত খ্রিস্টাব্দে? ক) ১৮০৭ খ) ১৮০৮ গ) ১৮০৯ ঘ) ১৮১০ ৪৬. মেয়েদের বয়ঃসন্ধিকালে- র. মাসিক বা ঋতুস্রাব হয় রর. সাদাস্রাব হয় ররর. বীর্যপাত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. হৃৎপিন্ড বেষ্টিত থাকে কোন পর্দা দ্বারা? ক) এপিকার্ডিয়াম খ) পেরিকার্ডিয়াম গ) এপিথেলিয়াম ঘ) এন্ডোকার্ডিয়াম অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন তিনটির উত্তর দাও : তাসিনের দাদু খবরের কাগজ বা বইপত্র পড়ার জন্য চশমা ব্যবহার করেন কিন্তু দূরের বস্তু দেখার জন্য চশমা ব্যবহার করেন না। তাসিন তার দাদুকে জিজ্ঞেস করল যে কেন চশমা ব্যবহার করে। উত্তরে তার দাদু তাকে বচলর তার মাইওপিয়ার সমস্যা আছে। ৪৮. মৌমাছি হুল ফুটালে আমরা কি লোশন ব্যবহার করি? ক) উত্তল খ) অবতল গ) বাইফোকাস ঘ) উত্তলাবতল ৪৯. ক্যারোটিন সমৃদ্ধ খাবার হলো- র. লাল শাক রর. পুদিনা পাতা ররর. ছানা নিচের কোনটি সঠিক? ক) ঋণাত্মক খ) ধনাত্মক গ) নিরপেক্ষ ঘ) উত্তলাবতল ৫০. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি রোগ হয়? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (গ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. ২০. (খ) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (ঘ)
×