ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেরদৌস আরার দেশের গানের এ্যালবাম

প্রকাশিত: ০৬:০৯, ২৭ মার্চ ২০১৬

ফেরদৌস আরার দেশের গানের এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের গানের এ্যালবাম করছেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। স্বাধীনতা দিবস উপলক্ষে এ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। এর মধ্যে এই শিল্পীর গাওয়া আগের ৮টিসহ ২টি নতুন দেশের গান থাকবে এ্যালবামটিতে। নতুন দুটি গানের সুর ও সঙ্গীতের পাশাপাশি আগের ৮টি গানের নতুন করে সঙ্গীত করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইবরার টিপু। ইতোমধ্যেই সব গানে কণ্ঠ দেয়ার কাজ শেষ করেছেন ফেরদৌস আরা। ‘বাংলা আমার’ শিরোনামে নতুন একটি গান লিখেছেন এ মিজান। বৃহস্পতিবার গানটিতে কণ্ঠ দেন ফেরদৌস আরা। এ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, গানের কথা ও সুর অসাধারণ। আমার কাছে ভীষণ ভাল লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভাল লাগবে। ইবরার টিপু বলেন, সত্যিই কাজটি ভাল হয়েছে। আপার জন্য দেশের গান করতে পেরে আমি আনন্দিত। আশা করি শ্রোতারা ভাল কিছু দেশের গান পাবে। গীতিকার এ মিজান বলেন, আমার খুব পছন্দের একজন শিল্পী ফেরদৌস আরা আপা। ছোটবেলা থেকে তার গান শুনে শুনে বড় হয়েছি। তার জন্য গান লিখতে পেরে আমি অভিভূত, আনন্দিত। শীঘ্রই এ্যালবামটি প্রকাশ হবে বলে জানিয়েছেন ফেরদৌস আরা।
×