ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্ড ছাড়বে ব্রিকস

প্রকাশিত: ০৬:০৩, ২৭ মার্চ ২০১৬

বন্ড ছাড়বে ব্রিকস

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা- এই ৫ উদীয়মান দেশ নিয়ে গঠিত ব্রিকস। তহবিল সংগ্রহে প্রথমবারের মতো বন্ড ছাড়ার পরিকল্পনা করেছে অর্থনৈতিক জোট সংগঠনটির ব্যাংক দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। প্রথমবারের মতো এই বন্ড হবে চীনের মুদ্রা ইউয়ানে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তা ছাড়া হতে পারে বলে জানিয়েছেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা। ব্রিকস পোস্টের এক খবরে বলা হয়, এ বন্ডের মাধ্যমে ৩০০ থেকে ৫০০ কোটি ইউয়ান বা ৪৬ থেকে ৭৬ লাখ ডলার তহবিল সংগ্রহ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে এ অর্থ ব্যয়কে প্রাধান্য দেয়া হবে। অর্থ প্রধান ম্যাশড্রপ চীনের একটি দৈনিককে বলেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চীনে প্রথম বন্ড ছাড়ার পরিকল্পনা করেছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×