ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপাল চীন থেকে জ্বালানিও পাবে

প্রকাশিত: ০৬:০২, ২৭ মার্চ ২০১৬

নেপাল চীন থেকে জ্বালানিও পাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পণ্য রফতানিতে ভারতের অবরোধও উঠল। সেই সঙ্গে চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার হলো নেপালের। ফলে এখন নেপালকে জ্বালানি দিতে একমত হয়েছে চীন। বেজিংয়ে নেপালী প্রধানমন্ত্রী কে পি অলির সফরে দুই দেশের মধ্য এ নিয়ে বাণিজ্য চুক্তি হয়েছে। দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে, চীন থেকে নেপাল এখন পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে পারবে। গত বছরে ভারতের অঘোষিত অবরোধে ৫ মাস ভুগেছে নেপাল। এ চুক্তির ফলে এখন আর শুধু ভারতের ওপর নির্ভর করতে হবে না নেপালকে। কাঠমান্ডু জানিয়েছে, তারা চীন থেকে তাদের বার্ষিক চাহিদার ৩৩ শতাংশ পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে চায়।
×