ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে কালরাত স্মরণ ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ মার্চ ২০১৬

নিউইয়র্কে কালরাত স্মরণ ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

এনা, নিউইয়র্ক থেকে ॥ একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে গণহত্যার শিকার বাঙালীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন নিউইয়র্কের বাংলাদেশীরা। ভয়াল কালরাতের সেই গণহত্যার প্রতিশোধ স্পৃহায় মুক্তির সংগ্রামে শামিল হয়ে বীর বাঙালী ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে। একাত্তরের বিভীষিকাময় সেই ভয়াল রাত স্মরণ এবং স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে ‘জেনোসাইড ৭১ ফাউন্ডেশন’ ইউএসএ জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ২৫ মার্চ (নিউইয়র্ক সময়) শুক্রবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শেষ পর্বে রাত ১২টা ১ মিনিটে অন্ধকার কক্ষে মোমবাতি জ্বেলে কালরাতকে স্মরণ করা হয়। নিউইয়র্কে বসবাসরত একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাসহ প্রগতিশীল মুক্তচিন্তার মানুষ এতে অংশ নেন। এর আগে সন্ধ্যা থেকে কালরাতের গণহত্যার শিকার বীর বাঙালী এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ অনুষ্ঠানে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকে যাতে জাতিসংঘে এই দাবি উত্থাপন করা হয় তা তুলে ধরলেন ড. প্রদীপ রঞ্জন কর। আবৃত্তিকার জিএইচ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে প্রার্থনা সঙ্গীত পরিবেশন করেন জলি কর। এরপর স্বাগত বক্তব্য দেন জেনোসাইড ৭১’-এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর।
×