ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শহুরে পাখি বেশি চালাক

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ মার্চ ২০১৬

শহুরে পাখি বেশি চালাক

এতদিন গ্রামে বাসকরা পাখির তুলনায় শহুরে পাখিদের আমরা বেপরোয়া বলেই জানতাম। তবে নতুন এক গবেষণায় শহুরে পাখিদের আরও অনেক গুণের কথা উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, একই প্রজাতির গ্রামে বাসকরা পাখির তুলনায় শহুরে পাখি বেশি বুদ্ধিমান হয়ে থাকে। আবার শহুরে পাখিদের স্বাস্থ্যও বেশ মোটাসোটা হয়। একই প্রজাতির শহুরে এবং গ্রামের পাখির বুদ্ধিবৃত্তিক ক্ষমতার ওপর পরীক্ষা চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল জীববিজ্ঞান বিষয়ক গবেষক এই গবেষণা চালায়। গবেষণাটি সম্প্রতি বিহেভিয়ারাল ইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণা দলের নেতৃত্ব দেন জঁ নিকোলাস অদেত। বার্বাডোসের দ্বীপে দীর্ঘদিন ধরে এই গবেষণাটি চালানো হয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা একই প্রজাতির গ্রাম ও শহরের পাখি ব্যবহার করেন। জঁ নিকোলাস অদেত বলেন, শহুরে পাখি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কিছু অতিরিক্ত বুদ্ধি খাটায়। শহুরে পাখির সমস্যা সমাধানের ক্ষমতাও বেশি। এসব পাখি ত্বরিত সমস্যা সমাধান করে ফেলতে পারে। এসব পাখি নিজেরাই খাবার পাত্রের ঢাকনা খুলে ভাল খাবার চিনতে পারে। আবার তাদের সৃজনশীলতাও গ্রামের পাখির তুলনায় বেশি হয়ে থাকে। এসব পাখি আচরণে গ্রামের পাখির তুলনায় সাহসী হয়ে থাকে। আরও মজার বিষয় হলো, শহুরে পাখির তুলনায় গ্রামে বাসকরা পাখিদের রোগপ্রতিরোধ ক্ষমতাও কম। বার্বাডোজ দ্বীপকে গবেষণার স্থান নির্বাচন করার কারণ হিসেবে খবরে বলা হয়েছে, এসব জায়গার অনেক দ্বীপে সম্প্রতি নগরায়ন হয়েছে। আবার এখানের অনেক দ্বীপে এখনও নগরায়নের ছোঁয়াই লাগেনি। Ñইউপিআই ও ডিসকভারি নিউজ অবলম্বনে।
×