ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিলান ও তাসখন্দে স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০২:২৮, ২৬ মার্চ ২০১৬

মিলান ও তাসখন্দে স্বাধীনতা দিবস পালিত

কূটনৈতিক রিপোর্টার ॥ ইতালির মিলান ও উজবেকিস্তানের তাসখন্দে ৪৫তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে ও তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়। মিলানের কনস্যুলেট জেনারেল অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার শপথ গ্রহণের মধ্যে দিয়ে মিলানে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে রেজিনা আহমেদ বলেন, দেশে বিদেশে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগেই একমাত্র বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সাহায্য করবে।এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। আমরাও আপনাদের আপনাদের সাথে নিয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃপ্ত অঙ্গীকার করছি। এদিকে উজবেকিস্তানের তাসখন্দেও শনিবার স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সেখানের বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। এসময় আরো বক্তব্য রাখেন দূতাবাসের কনস্যুলার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ।
×