ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যতিক্রম

প্রকাশিত: ০০:১৩, ২৬ মার্চ ২০১৬

ব্যতিক্রম

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ইতিহাস ভিত্তিক বিশেষ ডিসপ্লে হয়েছে। শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রায় সাড়ে ৫’শ শিক্ষার্থীর পরিবেশনায় এই ব্যতিক্রম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লেতে শিক্ষার্থীরা দৃষ্টিনান্দিকভাবে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ থেকে শুরু করে ব্রিটিশ শাসন, দেশ ভাগ, ভাষা আন্দোলন, পাকিস্থান বাহিনীর নির্যাতন, ৭ মার্চের তাৎপর্য, মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়, পাকিস্থানী হানাদার বাহিনীর আতœসর্মাপন পর্যন্ত তুলে ধরে। ডিসপ্লেটি মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের মন কাড়ে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে অবগত করে মুক্তিযুদ্ধের চেতনায় বড় করার লক্ষে এই ডিসপ্লে প্রদর্শন করা হয়।
×