ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তনু হত্যাকাণ্ডে পরিবার-স্বজনদের র‍্যাবের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ২২:৫২, ২৬ মার্চ ২০১৬

তনু হত্যাকাণ্ডে পরিবার-স্বজনদের র‍্যাবের জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক ॥ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) মা, ভাই ও চাচাতো বোনকে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে মুরাদনগর মির্জাপুরের বাসা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে ওইদিন বিকেলের দিকে তনুর বাবা ইয়ার হোসেন ও তার বড় ভাইকে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা এসে নিয়ে যান। তনুর চাচা আলাল হোসেন শনিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে র‍্যাব-১১ এর সূত্রে জানা গেছে, তনু হত্যাকাণ্ড বিষয়ে তথ্য জানতেই তনুর আত্মীয়-স্বজনকে নিয়ে আসা হয়েছিল। পরে তাঁদের বাসায় রেখে আসা হয়েছে। উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভাটের পাশ থেকে সোহাগীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই তার হত্যার বিচারের দাবিতে কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে।
×