ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২২:৪১, ২৬ মার্চ ২০১৬

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কিছু পরেই মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ‌এটা বিশ্বকাপের ২৮তম ম্যাচ। যেখানে টাইগারদের জন্য নিয়মরক্ষার ম্যাচে পরিনত হয়েছে। ইডেনে বিশ্বকাপের শেষ ম্যাচে আজ প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টস হেরে ফিল্ডিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অার এই ম্যাচেও থাকছে জয়ের স্বপ্নটা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেই হার মানে লাল-সবুজরা। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে কাঁপিয়ে দিয়ে মাত্র এক রানের ব্যবধানে হার মানে টাইগাররা। অনেকটা জয় ফেলে আসার মতোই পরিস্তিতি ভারতের ম্যাচে। যে ম্যাচে হারার কারনে ক্রিকেটপ্রেমীদের আফসোস বেড়েছে অনেক বেশি। তবে, বিশ্বমঞ্চের শেষ ম্যাচটি জয়ের আনন্দে রাঙিয়ে রাখতে চায় বাংলাদেশ। চলমান বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরম্যান্স বেশ আশা-জাগানিয়া। প্রথম তিন ম্যাচে দাপুটে জয় তুলে প্রথম দল হিসেবে ব্ল্যাকক্যাপসরা নিশ্চিত করেছে সেমিফাইনাল। বিশ্বকাপের ফেভারিট দল হিসেবে গন্য হচ্ছে ‍তারা। অপরাজিত থেকেই কেন উইলিয়ামসনের দল চাইবে সেমিতে লড়তে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি এন্ডারসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিশেল সান্টনার, মিশেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।
×