ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে ৫শ’৪৮জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দান

প্রকাশিত: ২২:২৮, ২৬ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে ৫শ’৪৮জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দান

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ মহান স্বাধীণতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ’শ ৪৮জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইউছুফ আলী, পৌর মেয়র আবু তাহের। অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক মাস্টার, ডেপুটি কমান্ডার নূরজ্জামান মাস্টার, সদর কমান্ডার মাহবুবুর রহমান, জেলা ঘাতক দালাল নিমূল কমিটির আহবায়ক রাজ্জাকুল হায়দর চৌধুরী। জেলা পাঁচটি উপজেলা থেকে দু’জন নারী মুক্তিযোদ্ধাসহ পাঁচ’শ ৪৮জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে এ সংবর্ধনা দেয়া হয়। পরে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদেরকে সন্মান সূচক নগদ অর্থ প্রদান করা হয়।
×