ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ২২:১৮, ২৬ মার্চ ২০১৬

নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনায় জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী, স্বাবলম্বী, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টায় মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রদর্শন। এতে অভিভাদন গ্রহণ করেন জেলা প্রমাসক ড. মুশফিকুর রহমান। বেলা ১১টায় পাবলিক হলে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেডক্রিসেন্টের রক্তদান কর্মসূচি।
×