ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ২১:৫৩, ২৬ মার্চ ২০১৬

স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ যথাযোগ্য মর্যাদায় কেশবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে দু’দিন নানা ধরনের কর্মসূচি গ্রহন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় রাত ১২ টা ১ মিটিটে। এরপর বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, প্রীতি ফুটবল খেলাসহ নানা রকমের কর্মসুচী পালন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, থানার ওসি শহিদুল ইসলাম, এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দীক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টীম বসিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদান করে।
×