ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২১:২৭, ২৬ মার্চ ২০১৬

কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর উপচেপড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড় ॥ প্রখর রৌদ্রজ্জল চৈত্রের খরতাপ উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে হাজার হাজার পর্যটক-দর্শনার্থীর পদভারে কুয়াকাটা মুখরিত হয়ে আছে। শিশু-কিশোর থেকে শুরু করে যুব এমনকি বয়োবৃদ্ধ মানুষও সাগরের ঢেউয়ের সঙ্গে মাখামাখিতে মত্ত আছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে শুধু মানুষ আর মানুষ। হোটেল-মোটেল কোথাও কোন সিট খালি নেই। সব আগাম বুকিং দেয়া হয়েছে। আগতরা শুধু সাগরে গোসল করেই ক্ষান্ত হচ্ছেন না। ঘুরে দেখছেন শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার এবং সীমা বৌদ্ধ বিহার। রিসোর্ট ইলিশ পার্ক। ছুটছেন ফাতড়ার মনোরম বনাঞ্চল এবং ঝাউবাগান এলাকায়। ছুটছেন গঙ্গামতির বেলাভূমে লাল কাকড়ার ভোঁ-দৌড় দেখতে। কলাপাড়া-কুয়াকাটা ২২ কিমি সড়কের তিন সেতু পেরিয়ে এখন রিলাক্স্ড মুডে পর্যটকরা ছুটছেন কুয়াকাটায়। ঘুরে দেখছেন নয়নকাড়া সৌন্দর্যেঘেরা স্পটগুলো।
×