ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে

প্রকাশিত: ২১:২৪, ২৬ মার্চ ২০১৬

নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আজ শনিবার নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসের সূচনায় রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা স্মৃতি অ¤¬ানে পু®পমাল্য অর্পণ করা হয়েছে। রাস্ট্রের পক্ষে সর্বপ্রথম পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এরপর পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড মমতাজুল হক,পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, মুক্তিযোদ্ধা সংসদ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, জাতীয়পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করেন।
×