ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ২১:২৩, ২৬ মার্চ ২০১৬

ইবিতে মহান স্বাধীনতা দিবস পালন

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। একই সময় হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ। এদিকে সকাল সোয়া ৯ টার দিকে ভিসি ও প্রো-ভিসির নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে মিলিত হয়। পরে ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শহিনুর রহমান শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় শিক্ষক সংগঠন, বিভিন্ন বিভাগ, হলসমূহ, কর্মকর্তা-কর্মচারী সংগঠন, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন প্রেস ক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাস্বেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে । পরে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এদিকে ¯া^ধীনতা দিবস উপলক্ষ্যে সকল আবাসিক হল সমূহে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
×