ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ২১:২১, ২৬ মার্চ ২০১৬

পাবনায় মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ রাত ১টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। রাতে জেলা প্রশাসক রেখা রানী বালোর নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুজর্য় পাবনায় শহীদ স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর পর মুক্তিযোদ্ধা সংসদ পাবনা ইউনিট কমান্ড, জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, ওয়াকার্স পার্টি, পাবনা প্রেসক্লাব, পাবনা রিপোর্টার্স ইউনিটি, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রারি, গণশিল্পী সংস্থা, উদীচি, ড্রামা সার্কেল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ করে। জেলা প্রশাসনের উদ্যোগে পাবনা কালেক্টরেট স্কুলে শিশুদের চিত্রাঙ্গণ ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা ও পাবনা রাইফেল ক্লাবে শুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, ছাত্র-ছাত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সকাল ৮টায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, প্যারেড পরিদর্শন ও শিশু কিশোরদের শরীর চর্চার আয়োজন করা হয়। জেলা প্রশাসন বনাম পাবনা পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এ দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা ও পরলোকগত মুক্তিযোদ্ধাদের আর শান্তি কামনায় ও দেশের শান্তি অগ্রগতির জন্য মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও বিদসটি পালনে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ আলোক সজ্জাসহ শহরের মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
×