ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে ডিইউজে-বিএফইউজের শ্রদ্ধা

প্রকাশিত: ১৯:০৫, ২৬ মার্চ ২০১৬

জাতীয় স্মৃতিসৌধে ডিইউজে-বিএফইউজের শ্রদ্ধা

অনলাইন রিপোর্টার॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আজ শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীরসেনাদের প্রতি শ্রদ্ধা জানান বিএফইউজের মহাসচিব ওমর ফারুক ও ডিইউজের একাংশের সভাপতি শাবান মাহমুদসহ অন্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শাবান মাহমুদ বলেন, স্বাধীনতার ৪৫ বছরে আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। মাঝে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় এসে অনেক সাফল্য বাধাগ্রস্ত করেছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে দেশ। ওমর ফারুক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশ দিয়েছেন। অর্থনীতির মুক্তির জন্য তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘাতকেরা তাকে বাঁচতে দেয়নি। দীর্ঘ ২১ বছর সংগ্রামের পর শেখ হাসিনা ক্ষমতা আসেন। দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তর হবে বলেই আশা।
×