ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শূন্য হাতে বিশ্বকাপ থেকে ফিরল জাহানারারা

প্রকাশিত: ০৬:১৩, ২৬ মার্চ ২০১৬

শূন্য হাতে বিশ্বকাপ থেকে ফিরল জাহানারারা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। শুক্রবার বিকেলে জাহানারা আলমের দল ঢাকায় পৌঁছে। এবার বিশ্বকাপ অভিযান খুব বাজে কেটেছে বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বের চার ম্যাচেই হেরেছে দল। বৃহস্পতিবার শেষ ম্যাচে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের কাছে ৯ উইকেটে পরাজিত হয় দলটি। গত বিশ্বকাপে (২০১৪) প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ মহিলা দল। ওই আসরে একটি ম্যাচ জিতেছিল। কিন্তু এবার ভারতের মাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত কোন ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে আগেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় জাহানারা আলমের দল। সর্বশেষ বৃহস্পতিবার সবচেয়ে বাজেভাবে হেরেছে তারা। বিশ্বকাপে এবার জাহানারা আলমের দল বেশ কঠিন গ্রুপে পড়েছিল। প্রথম তিন ম্যাচে স্বাগতিক ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে লড়তে হয় তাদের। শেষ ম্যাচে বৃহস্পতিবার দিল্লীর ফিরোজ শাহ কোটলায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েও ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় মহিলা দলকে। বিশ্বকাপের চার ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন মিডলঅর্ডার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। বল হাতে লেগস্পিনার রুমানা আহমেদ ৪ ম্যাচে সর্বোচ্চ চার উইকেট নেন।
×