ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিদের বিদায় সেমির দৌড়ে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:১২, ২৬ মার্চ ২০১৬

পাকিদের বিদায় সেমির দৌড়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ সেমির ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে জিততেই হবেÑ এমন হিসেবের ম্যাচে ২১ রানের বড় ব্যবধানে হারল পাকিস্তান। গ্রুপ-২ এ নিজেদের শেষ ম্যাচে অসিদের কাছে হেরে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল শহীদ আফ্রিদির দল। মোহালিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের ফাইটিং স্কোর গড়ে টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেটে ১৭২Ñএ থামে পাকিদের সংগ্রহ। ক্যারিয়ারসেরা বোলিং (৫/২৭) উপহার দিয়ে অসিদের জয়ের নায়ক পেসার জেমস ফকনার। দারুণ এ জয়ে শেষ চারের দৌড়ে ভালমতোই টিকে থাকল স্টিভেন স্মিথের দল। তিন খেলায় ১ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওয়ানডের চ্যাম্পিয়নরা। তিন জয়ে যথারীতি শীর্ষে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে একাধিক ব্যাটসম্যান আশা জাগালেও শেষ পর্যন্ত কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান এসেছে খালিদ লতিফের ব্যাট থেকে। এছাড়া তিরিশোর্ধ রানের ইনিংস খেলেছেন শোয়েব মালিক (২০ বলে ৪০*), উমর আকমল (২০ বলে ৩২) ও শারজিল খান (১৯ বলে ৩০)। ৭ বলে দুই ছক্কায় ১৪ রান করে আউট হন অধিনায়ক আফ্রিদি। এটিই হয়ত তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ! তার আগে অসিদের ইনিংসটা ছিল স্মিথ ও ওয়াটসনের দ্যুতিতে ভাস্বর। ৩৬, ৬, ১৪Ñ আগের তিন ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিউজিল্যান্ডের কাছে হেরে দলও চাপে। ঠিক তখনই জ্বলে উঠলেন স্মিথ। সেমির রেসে টিকে থাকতে ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ। সেই বড় ম্যাচেই রানে ফিললেন অস্ট্রেলিয়ার বড় তারকা। অসি-অধিনায়ক ৪৩ বলে ৭ চারে খেললেন অপরাজিত ৬১ রানের ঝলমলে এক ইনিংস। হারলে অস্ট্রেলিয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকে, পাকিদের পত্রপাঠ বিদায়Ñ মোহালিতে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে টসে হারা পাকিস্তানের বোলিং একদমই আহামরি ছিল না। অস্ট্রেলিয়ানরা দুই স্পিনার আফ্রিদি আর ইমাদ ওয়াসিমকেই যা একটু সমীহ করেছেন, বাকিরা মার খেয়েছেন বেধড়ক। ৭.২ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেয়া পাকিস্তানের শুরুটা অবশ্য শুরুটা খারাপ ছিল না। শুরুর এই ধাক্কা সামলাতে গিয়ে মাঝের দিকে অসিদের রান রেটও কিছুটা পড়ে গিয়েছিল। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক স্মিথ। চতুর্থ উইকেটে এ দুজন ৬.২ ওভারে তুলে নেন ৬২ রান। দারুণ খেলতে থাকা ম্যাক্সওয়েল ১৮ বলে ৩০ রান করে ওয়াসিমের বলে লংঅনে ক্যাচ দেন আহমেদ শেহজাদের হাতে। অস্ট্রেলিয়ার রান তখন ১৩.২ ওভারে ৪ উইকেটে ১১৯। বড় ঝড়ের শুরুটা এরপরই। পঞ্চম উইকেটে শেন ওয়াটসনকে নিয়ে ৬.২ ওভারে অবিচ্ছিন্ন ৭২ রান যোগ করেন স্মিথ। শেষ পর্যন্ত ২১ বলে ৪৪ রানে অপরাজিত ওয়াটসন, ঝোড়ো ইনিংসটা সাজানো ৩ ছক্কা ও ৪ চারে। পাকিস্তানের হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ওয়াসিম, ৩৫ রানে ২ উইকেট ওয়াহাব রিয়াজের। ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য আফ্রিদি।
×