ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতীক্ষার অবসান

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ মার্চ ২০১৬

প্রতীক্ষার অবসান

স্বনামধন্য পিতার সন্তান ড্রাইভিং লাইসেন্স পেলেন বিন্দি আরউইন। বন্যপ্রাণী অধিকারকর্মী বিন্দিকে প্রায়ই টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। চড়াই-উতরাইয়ে ভরা বিন্দির জীবন। ৮ বছর বয়সে বাবাকে হারিয়েছেন। তার বাবা স্টিভ আরউইনও ছিলেন প্রাণী অধিকারকর্মী। বন্যপশু বিশেষ করে কুমির নিয়ে কাজের জন্য তার খ্যাতি পৌঁছে গিয়েছিল তারকার পর্যায়ে। বিষাক্ত জলজ প্রাণী নিয়ে অনুষ্ঠান করার সময় তিনি মারা যান। বন্য প্রাণী নিয়ে কাজ করার জন্য বিন্দিও বিশ্বের প্রাণী অধিকারকর্মীদের কাছে একটি সুপরিচিত নাম। তার অনেক দিনের শখ ছিল একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার। শেষ পর্যন্ত কুইন্সল্যান্ডের ছোট শহর সেন্ট জর্জে প্রাকটিক্যাল ড্রাইভিং টেস্ট শেষে বুধবার কুইন্সল্যান্ড পুলিশ তাকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছে। বিন্দির এই অর্জনে ইনস্টাগ্রামে তার ১১ লাখ ফলোয়ার তাকে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে বিন্দিও ড্রাইভিং লাইসেন্স ইস্যুর জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন। প্রথম ড্রাইভিং টেস্টেই পাস করেন বিন্দি। জুলাই মাসে তিনি ১৮ বছর বা আইনত প্রাপ্ত বয়স্ক হওয়ার ক’দিন আগে এই লাইসেন্স পেলেন। Ñ ব্রিসবেন টাইমস
×