ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইলে চাঁদা দাবি শেরপুরে দুই প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ২৬ মার্চ ২০১৬

মোবাইলে চাঁদা দাবি  শেরপুরে দুই  প্রতারক  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ মার্চ ॥ শেরপুরের ঝিনাইগাতীতে তিন ব্যবসায়ীর নিকট মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলোÑ ঝিনাইগাতীর প্রতাবনগর গ্রামের তোতা ম-লের ছেলে আরিফ আহমেদ শাওন এবং নয়ানগর গ্রামের আবু বকরের ছেলে আলম মিয়া। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে আরিফ আহমেদ শাওন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছের নিকট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। অপর আসামি আলম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে। জানা যায়, গত ৯ মার্চ ঝিনাইগাতীর নয়াগাঁও এলাকার মৎস্য খামারি ফরহাদ হোসেনের মোবাইল ফোনে কল করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। কথা বলার একপর্যায়ে ওই ব্যবসায়ী ফেনকলটি রেকর্ড করে রাখেন। ঘটনার বিস্তারিত জানিয়ে ঝিনাইগাতী থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর ১২ মার্চ ঝিনাইগাতী কলেজ রোডের ব্যবসায়ী হাসেন আলীর নিকট ১০ লাখ টাকা এবং মজনু মিয়ার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইলেও কল আসে। বিষয়টি তারা পুলিশকে অবহিত করেন।
×